Village Based Basic Training 3rd Phase Selection 2025 AD
Details
প্রশিক্ষণার্থীদের যোগ্যতাঃ
১। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
২। বয়স ১৮-২৫ এর মধ্যে হতে হবে ।
৩। সর্বনিম্ন জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪। উচ্চতা কমপক্ষে ৫.৪’’ হতে হবে।
৫। মামলা আছে বা সাজাপ্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত।
৬। স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার মনোভাব থাকতে হবে।
৭। ফুলতলা উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আগ্রহী প্রার্থীগণ নিম্নে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০৪/০১/২০২৫ খ্রিঃ তারিখে বিকাল ৩.০০ ঘটিকায় আলিম জুট মিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। শিক্ষাগত যোগ্যতার মুল কপি ও ফটোকপি।
২। জাতীয় পরিচয়পত্রের মুল কপি ও ফটোকপি।
৩। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে প্রাপ্ত নাগরিকত্ব সনদ।
৫। উপরোল্লেখিত কাগজপত্রের অরিজিনাল কপি কেবলমাত্র প্রদর্শনের জন্য সাথে আনতে হবে।
( শুধু আটরা ইউনিয়নের স্থানী বাসিন্দাদের বাছাই হবে)